Registration form: https://forms.gle/Eqi48JyiViGWLwJo6
Peace Scholarship 2025 Syllabus: Download here...
পিস স্কলারশিপ-২০২৫
পিস স্কলারশিপ-২০২৫ কি?
⇒পিস স্কলারশিপ-২০২৫ হচ্ছে পিস এসোসিয়েশনের একটা স্পেশাল প্রজেক্ট। আজকের শিশুরা যাতে ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারে, সাফল্য অর্জন করতে পারে, এই লক্ষ্যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তোলা।
পিস এসোসিয়েশন কি?
⇒১৯ শে এপ্রিল ২০১০ সালে মানুষদের সাহায্যের লক্ষ্যে পিস এসোসিয়েশন গঠিত হয়। এটি একটি অলাভজনক সংগঠন। প্রত্যেক বৎসর পিস এসোসিয়েশন অনেক রকম প্রজেক্ট করে থাকে। যেমন- গরীব মানুষদের আর্থিক সাহায্য, চিকিৎসা ক্ষেত্রে সাহায্য, ঈদ উপলক্ষ্যে খাদ্য বিতরণ, ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি, বয়স্ক রামাদ্বান শিক্ষা, ইত্যাদি। বর্তমানে পিস এসোসিয়েশনের জন্য মোট ১৮ জন সদস্য এবং ৬ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
পিস স্কলারশিপ-২০২৫ এ প্রত্যেক স্কুল থেকে সর্বমোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে?
⇒যত জন ইচ্ছা।
পিস স্কলারশিপ-২০২৫ এ সর্বমোট কতটা বৃত্তি দেয়া হবে?
⇒যারা ৮০-১০০ মার্কস পাবে তাদের সবাইকে ট্যালেন্টপুল এবং যারা ৭০-৭৯ মার্কস পাবে তাদের সবাইকে সাধারণ বৃত্তি দেয়া হবে। বৃত্তি সংখ্যা অসংখ্য।
পিস স্কলারশিপ-২০২৫ এ অংশগ্রহণ করতে হলে কত টাকা ফি দিতে হবে?
⇒কোন টাকা ফি দেয়া লাগবে না।
শিক্ষার্থীদের জন্য কি অংশগ্রহণ পুরস্কার আছে?
⇒হ্যাঁ। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে পিস স্কলারশিপ ২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একটা করে জ্যামিতি বক্স দেয়া হবে।
শিক্ষার্থীদের জন্য কি খাবারের ব্যবস্থা থাকবে?
⇒হ্যাঁ।
আমি কি পাশের জনের খাতা দেখে লিখতে পারব?
⇒পরীক্ষায় পাশের জনের খাতা দেখলে বা দেখার জন্য চেষ্টা করলে, পরীক্ষা থেকে বহিস্কার করা হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বুঝতে না পারলে কি করব?
⇒প্রশ্নপত্রের কোন প্রশ্ন বুঝতে না পারলে, পরীক্ষার রুমে থাকা স্যারের কাছ থেকে বুঝে নিবেন।
২:৩০ ঘন্টা সময়ের মধ্যে কি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারব?
⇒আপনার স্যারের কাছ থেকে জেনে নিন কিভাবে ২:৩০ ঘন্টার ভিতরে সবগুলা প্রশ্নের উত্তর দিবেন। তাছাড়া সর্বপ্রথম ১ মার্কের প্রশ্নের উত্তরগুলা দেন, পরে বড় প্রশ্নের উত্তর দিবেন। বড় প্রশ্নের উত্তরগুলায় প্রধান অংশ/ মূলকথা লিখলে হবে।
পরীক্ষা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কি করব?
⇒প্রথমত, আপনার স্কুলের স্যারের কাছে জেনে নিন। দ্বিতীয়ত,
যোগাযোগ করুনঃ Cell/WhatsApp: 01718115090
বিশেষ পুরষ্কারঃ বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের স্কুলকে বিশেষ পুরষ্কার দেয়া হবে।
চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা-২০২৫ শেষ হওয়ার ৭ দিন পর প্রথম রবিবার সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত, মোট ২:৩০ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ১৫ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষায় কোন ধরনের মোবাইল, ফোন, ক্যালকুলেটর ও বই গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীকে অবশ্যই কলম, পেন্সিল এবং পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনতে হবে।
পরীক্ষায় কোন ধরনের অনৈতিক কাজ করলে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষাকালীন সময়ে শুধুমাত্র এলাকার জনপ্রতিনিধিরা হল পরিদর্শন করতে পারবেন; শিক্ষার্থীর শিক্ষক বা অভিভাবক পারবেন না।
সবকিছুতে পিস এসোসিয়েশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হবে।
বিঃদ্রঃ পিস স্কলারশিপ-২০২৫ এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ৩০শে নভেম্বর ২০২৫
Visit Us: www.peaceassociation.org
Follow Us: https://www.facebook.com/peace2k10
মাহমুদুল হাসান বায়েজিদ
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- ইকরামুল হক, সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
জাহারা আবেদীন
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- জয়নুল আবেদীন, সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
আরিয়ান আরহাম
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- মোঃ কামরুজ্জামান, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
মোছাঃ তাহুরা বেগম
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- মোঃ আব্দুল লতিফ, ৪৫নং জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
আব্দুল আজিজ
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- সামছুল ইসলাম , সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
আবু বক্কর গালিব
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- বশির উদ্দিন , ৪৫নং জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
সৈয়দ তাওসিফ রায়হান
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- সৈয়দ আলী আমজদ, সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
তাসকিন আরিয়াল
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- ফিরোজ আহমদ , ৪৫নং জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
মোছাঃ নূরীয়া বেগম
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- মোঃ আফরুজুর রহমান, লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
মারিয়া হুমায়রা জেরিন
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- মোঃ রফিকুল ইসলাম , লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
ইজাজ মিয়া নিহাদ
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- ফারুক মিয়া, লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
সালমান হোসেন
ট্যালেন্টপুল বৃত্তি
পিতা- মোঃ আমির হোসেন, সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
হাফিজুর রহমান সিদ্দিক
সাধারণ বৃত্তি
পিতা- নাসির উদ্দিন , মডেল একাডেমি চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
রুহামা জান্নাত যাহরা
সাধারণ বৃত্তি
পিতা- মোঃ হাবিবুর রহমান মুস্তাক, ৪৫ নং জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
মোছাঃ মেহজাবিন আক্তার মাহিয়া
সাধারণ বৃত্তি
পিতা- মোঃ ধন মিয়া, লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
ইয়াছিন আহমদ
সাধারণ বৃত্তি
পিতা- জয়নাল আবেদীন , লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
মো: জুনাঈদ আহমদ
সাধারণ বৃত্তি
পিতা- হাফিজ মো: আব্দুল কাদির , মা-মনি আইডিয়াল একাডেমি, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
জান্নাতুল হুমায়রা ফাতেহা
সাধারণ বৃত্তি
পিতা- নাসির উদ্দিন, মডেল একাডেমি, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
তাহিয়া জান্নাত তামিমা
সাধারণ বৃত্তি
পিতা- মোঃ'আব্দুল হক, চারিগ্রাম চরদুলভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
এহসান হাবিব তাকরিম
সাধারণ বৃত্তি
পিতা- মোঃ নাসির উদ্দীন , শান্তি নিকেতন কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
ফাতেমা আক্তার সামিহা
সাধারণ বৃত্তি
পিতা- আব্দুল আমিন, মা-মনি আইডিয়াল একাডেমি চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
হোমায়রা আক্তার জান্নাত
সাধারণ বৃত্তি
পিতা- মোঃ আবুল হোসেন , লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
তাওহীদা বেগম আনহা
সাধারণ বৃত্তি
পিতা- ছালিক উদ্দিন , মডেল একাডেমি চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ।
নাহিদ আহমদ ছানি
ট্যালেন্টপুল বৃত্তি
সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
তাওহিদ আহমদ সিয়াম
ট্যালেন্টপুল বৃত্তি
লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
আবু সুফিয়ান সিয়াম
ট্যালেন্টপুল বৃত্তি
লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
সৈয়দ তাওহিদ হাছান
ট্যালেন্টপুল বৃত্তি
সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
ফাহমিদা জান্নাত নুরী
ট্যালেন্টপুল বৃত্তি
লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
মারিয়াম ফারিয়া ফয়েজ
সাধারণ বৃত্তি
লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
মোছাঃ মাহবুবা আলম জান্নাহ
সাধারণ বৃত্তি
সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
মোছাঃ ছামিরা তাবাচ্ছুম মিলি
সাধারণ বৃত্তি
সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
ওয়াহিদা ইসলাম সিদ্দিকা
সাধারণ বৃত্তি
লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর, চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
তাহিয়া গৌছ
সাধারণ বৃত্তি
মডেল একাডেমী চরমহল্লা, ছাতক, সুনামগঞ্জ
Talentful Scholarship
Sunrise Kindergarten Chormoholla
General Scholarship
Lotifia Islamia Kindergarten Tetiachor
General Scholarship